Views Bangladesh

Views Bangladesh Logo

বাবুবাজার সেতুতে তীব্র যানজট

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

পোস্তগোলা সেতুর (বুড়িগঙ্গা প্রথম সেতু) সংস্কারকাজের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ রেখেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। এতে বাবুবাজার সেতুর (বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু) দক্ষিণ প্রান্ত কেরানীগঞ্জের কদমতলী থেকে নাজিরেরবাগ এলাকা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে বাবুবাজার সেতুর ওপরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে যানবাহন। এতে স্থবির হয়ে পড়েছে যান চলাচল।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের (ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) সংযোগ সড়ক (কদমতলী থেকে নাজিরেরবাগ) এবং সেতুর ওপর কেরানীগঞ্জের অংশ থেকে ঢাকাগামী কয়েক শ যানবাহন চলাচল থমকে আছে। এ যানজট প্রায় তিন কিলোমিটার দীর্ঘ হয়েছে। দীর্ঘক্ষণ গাড়িতে বসে অপেক্ষার পর হাজার হাজার নারী-পুরুষ গাড়ি থেকে নেমে কাঁধে ও হাতে ভারি ব্যাগ বহন করে হেঁটে নিজ নিজ গন্তব্যে রওনা হচ্ছেন।

গুলিস্তানগামী এক বাসযাত্রী বলেন, কেরানীগঞ্জের নাজিরেরবাগ এলাকা থেকে কদমতলী পর্যন্ত আসতে ঘণ্টাখানেকের বেশি সময় লেগেছে। অথচ স্বাভাবিকভাবে ওই পর্যন্ত যেতে সর্বোচ্চ ১০ মিনিট লাগে। এরপরও সেতুতে যানজটের যে অবস্থা, গুলিস্তান যেতে আরও কয়েক ঘণ্টা লেগে যাবে। তাই হেঁটে গুলিস্তানের উদ্দেশে যাচ্ছি।

এ ব্যাপারে সওজের উপবিভাগীয় প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, পোস্তগোলা সেতুর ওজন ধারণক্ষমতা পরীক্ষা করা হচ্ছে। আশা করছি, সেতুর ওপর হালকা যানবাহন চলাচল করতে পারবে। সংস্কার কাজের জন্য রবিবার দিবাগত রাত থেকে পুনরায় পোস্তগোলা সেতুতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক পুলিশ কার্যালয়ের পরিদর্শক জাকির হোসেন বলেন, বুড়িগঙ্গা দ্বিতীয় (বাবুবাজার) সেতু ও বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সংযোগ সড়ক এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখার জন্য ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ করছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ