ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এতে চালক ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৭টার দিকে গজারিয়া উপজেলার মেঘনা সেতুর উপরে একটি পণ্যবাহী ট্রাক উল্টে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ হুমায়ুন কবির জানান, মেঘনা ব্রিজে সুতা বোঝাই একটি পণ্যবাহী ট্রাক উল্টে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়। ট্রাক থেকে মালামাল গুলো না সরানো পর্যন্ত উল্টে যাওয়া ট্রাকটিকে রাস্তা থেকে সরানো যাচ্ছে না। তবে এক লেইন দিয়ে যানবাহন চালিয়ে যানজট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে