বাবা দিবস
অনেক ভালোবাসি তোমায় বাবা
বাবা হলেন জন্মদাতা, এই পৃথিবীতে একমাত্র বাবাই একজন ব্যক্তি, যিনি নিজের চেয়ে সন্তানকে এগিয়ে যাওয়া দেখতে ভালোবাসেন। বাবা শব্দের ব্যাখ্যা কখনো শেষ হবে না। বাবা শব্দটি একটি মহাকাব্যের থেকেও বড়, বাবা মানে ছেলের জন্য অনেক কিছু ভাবা। একজন বাবা তার সন্তানের জন্য শতাধিক শিক্ষকের সমান। বাবাকে নানা সময় নানারূপে দেখা যায়, যেগুলো আমরা কল্পনাও করতে পারি না। বাবা আমাদের জীবনের পথপ্রদর্শক। বাবা মানে হাজারো কষ্ট লুকিয়ে সন্তানের মুখে হাসি ফোটানো ব্যক্তি।
আমার বাবা আমার দেখা সৎ, আদর্শ ও ভালো একজন মানুষ। বাবা দুই বর্ণের এই নামটি উচ্চারিত হলেই যে কোনো সন্তানের হৃদয়ে জেগে ওঠে শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার অনুভূতি। একজন সন্তানের জীবনে বাবার অবদান বলে শেষ করা যাবে না। বাবা অনেকটা মোমবাতির মতো, যে নিজে জ্বলে পরিবারকে আলোকিত করে। আমার জীবনের অনেকটাই খালি থাকে আমার বাবাকে ছাড়া। বাবা হলেন সেই সম্মানিত ব্যক্তি, যার একফোঁটা ঘামের মূল্য দিতে আমরা অক্ষম। বাবা মানে একটা বটগাছ, যা আমার জীবনের সবচেয়ে বড় এবং দামি উপহার।
অনেকেই বাবার আত্মত্যাগ বুঝতে পারেন আবার অনেকে বুঝতে সক্ষম হন না। যে কোনো কঠিন পরিস্থিতিতে বাবা আমাদের আগলে রাখেন। সন্তানের জন্য নিজের জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না। বাবার বাহিরের রূপটা যতটা না শক্ত ভেতরের অংশটা ততটা নরম। সন্তানের বিপদে বাবা বর্মের মতো সামনে এসে দাঁড়ান। বাবা তুমি আমার হাজার খুশির কারণ। বাবা তুমি আমার বেঁচে থাকার অবলম্বন। বলো বাবা তুমি ছাড়া করবে কে শাসন। বলো বাবা তুমি ছাড়া আমার কে আছে আপন। বাবা আল্লাহর দেয়া অনেক বড় এক নেয়ামত, যা কখনো মুখে ব্যাখ্যা করে শেষ করা যাবে না।
বাবা আমার জীবনের ইতিহাসের পাতায় এক মহানায়ক। আমার বাবা দুনিয়ার সবচেয়ে ভালো বাবা। বাবা রক্তকে পানি করেন আমাদের ভালো রাখার জন্য। পৃথিবীতে সবার বাবাই কি এমন? সবার বাবা থেকে আমার বাবা আলাদা, তাইতো প্রতিদিন অধিক রাতে অফিস করে আসার পরও কোনোদিন আমাকে কলেজ নিয়ে যেতে ভুলে যান না। তীব্র তাপদাহের মধ্যেও বাবা আমার জন্য এসএসসি পরীক্ষার হলের বাহিরে দাঁড়িয়ে থাকতেন পরীক্ষা শেষ হওয়ার আগ অবধি। বাবারা চিরকাল নীরব থাকে, কথা বলে তাদের ভালোবাসা।
নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে পূরণ করেন সন্তানের আশা। বাবাকে কোনো ঈদে নিজের জন্য কিছু কিনতে দেখিনি; কিন্তু কোনো ঈদে আমাদের কেনাকাটা থেকে বঞ্চিত করেননি। নিজের কিছু হোক আর না হোক ছেলের জন্য ভালোটিই চাই। আমার বাবাই আমার প্রথম শিক্ষক। কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, তিনি একজন অসাধারণ পিতা। হাত ধরে শেখালেন হাঁটা-চলা। পৃথিবীর সেরা বন্ধু একমাত্র বাবাই হতে পারে। পৃথিবীতে এমন কলম আবিষ্কার হয়নি, যেটা দিয়ে বাবার সংজ্ঞা লেখা সম্ভব। বাবার আদর তপ্ত দুপুরে বট গাছের ছায়ার চেয়েও বড়।
বাবা তার সন্তানকে জীবনের সব উত্তাপ থেকে সামলে রাখেন। আমার জীবনের একমাত্র সুপার হিরো আমার বাবা। বাবা মানে সব অন্ধকার দূর করে ভোরের আলো দেখা। ভালোবাসি না বলেও যিনি নিঃস্বার্থভাবে সারাজীবন ভালোবেসে যান, তিনিই হলেন আমার বাবা। বাবারা হাসে না, তারা পরিবারের মুখে হাসি ফোটায়। আমরা যখন আমাদের বাবার কাছে কিছু চাই, সেই চাওয়া পূরণ করতে তিনি দশজন মানুষের কাছে মাথা নিচু করতে একবারও চিন্তা করেন না। একজন বাবা যতই রেগে যান না কেন, তিনি সন্তানের প্রতিটি ভুল হৃদয় থেকে ক্ষমা করে দেন। একজন বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদান রেখে যান, তার হিসাব কেউ কখনো দিতে পারবে না।
বাবাকে ভালোবাসা শিখতে হয় না। ইচ্ছে করলেই ভালোবাসা যায়। আজ হয়তো তার সক্ষমতা আছে। তিনি আপনাকে আগলে রাখছেন; কিন্তু তার দুঃসময়ে আমাদের উচিত তার পাশে থাকা। তার সেবা করা। কারণ স্বার্থ ছাড়া কেউ যদি আমাদের ভালোবাসেন তিনি হলেন বাবা। শত শাসন সত্ত্বেও এক নিবিড় ভালোবাসা। দুনিয়ার সবকিছু বদলাতে পারে; কিন্তু বাবার ভালোবাসা কখনো বদলাবে না। সব শেষে বলার কিছু নেই, শুধু একটি কথাই বলতে চাই, অনেক ভালোবাসি বাবা তোমায়।
কে এম সাদমান বিন মোস্তাক: ছাত্র, একাদশ শ্রেণি, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, পিলখানা, ঢাকা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে