Views Bangladesh Logo

চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

 VB  Desk

ভিবি ডেস্ক

ওগাঁয় জেঁকে বসতে শুরু করেছে শীত। সোমবার (১১ ডিসেম্বর) সকালে নওগাঁর বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে রোববার বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। আজ সকাল ৬টায় নওগাঁর বদলগাছীতে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা আরও নিচে নামার সম্ভাবনাও রয়েছে।

স্থানীয়রা জানান, সারারাত বৃষ্টির মতো টিপ টিপ করে কুয়াশা ঝরে। সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে গোটা জনপদ। এতে করে দিনের বেলায়ও যানবাহনকে লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমলেও বিকেলের দিকে আবারও শীত অনুভূত হতে থাকে।

এদিকে ডিসেম্বর মাসের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ডিসেম্বরে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। এ মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও এক থেকে দুটি মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

সোমবার (১১ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার বাইরে নওগাঁর বদলগাছীতে তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি ও রাজশাহী বিভাগের ঈশ্বরদীতে তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

এতে আরও বলা হয়, ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার তাপমাত্র ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। এ ছাড়াও এদিন যশোর, দিনাজপুর জেলায় এবং নীলফামারীর সৈয়দপুর, পঞ্চগড়ের তেঁতুলিয়া ও নীলফামারীর ডিমলা উপজেলায় ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ