তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা
সারা দেশে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা, কমতে শুরু করেছে তাপমাত্রা। আজ বুধবার (১৩ ডিসেম্বর) উত্তরের জেলাগুলোর মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। যা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে আজ বুধবার(১৩ ডিসেম্বর) রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি এবং আগামীকাল (১৪ ডিসেম্বর) বৃহস্পতিবার ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আগামীকাল বৃহস্পতিবার রাত বা শুক্রবার থেকে দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও বয়ে যেতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। ১৮ ডিসেম্বর পর্যন্ত এটা চলতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক সংবাদমাধ্যমকে জানান, সারা দেশেই সর্বোচ্চ তাপমাত্রা কমছে। রাতের তাপমাত্রাও কমেছে। সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৮ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে।
আবুল কালাম মল্লিক জানান, আগামীকাল রাত বা পরদিন থেকে দেশের উত্তরাঞ্চলের পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, চাঁপাইনবাবগঞ্জ, ঈশ্বরদী ও পাবনা জেলায় এবং দক্ষিণ-পশ্চিমের যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। গতকাল মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আজ বুধবার(১৩ ডিসেম্বর) সকাল ৯টায় রংপুরের আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, দেশের উত্তরাঞ্চলের পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড করা হয়ে ১৫ ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুরে ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, নীলফামারির সৈয়পুরে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, ডিমলায় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, গাইবান্ধায় ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, লালমনিরহাটে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এদিকে শীতের তীব্রতার সঙ্গে কুয়াশার দাপটে উত্তর–পশ্চিমাঞ্চলের অনেক এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এসব এলাকায় স্বল্প আয়ের মানুষ সমস্যায় পড়ছেন। তীব্র শীতের মধ্যে রিকশা চালানোসহ দিনমজুরির কাজ করা মানুষ বেশি ভুগছেন। ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আত্রান্তের সংখ্যা বাড়ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে