কমলো এলপিজির দাম, সন্ধ্যা থেকেই কার্যকর
ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম কমলো ৪০ টাকা। ফলে এ দফায় ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৪৮২ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বুধবার (৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে নতুন এই দর ঘোষণা করে বিইআরসির চেয়ারম্যান নুরুল আমিন। সেইসঙ্গে জানানো হয়, বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যা থেকেই এ দাম কার্যকর হবে।
এর আগে টানা আট মাস দেশের বাজারে এলপিজি গ্যাসের দাম বাড়তে থাকে। এরই অংশ হিসেব সর্বশেষ মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৭৪ টাকা থেকে ৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়।
তার আগে পর্যন্ত এলপিজির মূল্য ছিল কোম্পানিগুলোর ইচ্ছা অনুযায়ী। তবে ২০২১ সালের ১২ এপ্রিল এলপিজির মূল্য ঘোষণার সময় বলা হয় আমদানি নির্ভর এ জ্বালানির ক্ষেত্রে সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তি মূল্য ধরা হবে। সৌদির দর ওঠানামা করলে ভিত্তি মূল্য ওঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। সেই ঘোষণার পর থেকে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে