IPL
আইপিএল: লখনৌয়ের কাছে মুম্বাইয়ের হার
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে মঙ্গলবার (৩০ এপ্রিল) মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। আগে ব্যাট করতে নেমে স্বাগতিক লখনৌকে ১৪৫ রানের টার্গেট দেয় মুম্বাই। জবাব দিতে নেমে চার উইকেট ও পাঁচ বল হাতে থাকতেই জয় তুলে নেয় লখনৌ।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় লখনৌ সুপার জায়ান্টস। ইনিংসের চতুর্থ বলে আউট হন আর্শিন কুরকার্নি। এরপর মার্কাস স্টোইনিসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন লোকেশ রাহুল। তবে ইনিংস বড় করতে পারেননি লখনউ অধিনায়ক। ২২ বলে ২৮ রান করে সাজঘরে ফেরেন তিনি।
তবে স্টোইনিসকে দারুণ সঙ্গ দেন দীপক হুদা। ১৮ বলে ১৮ রান করে দীপক আউট হলেও ৩৯ বলে ফিফটি তুলে নেন স্টোইনিস। শেষ পর্যন্ত ৪৫ বলে ৬২ রান করে সাজঘরে ফেরেন এই অজি ব্যাটার। ৯ বলে ৫ রান করে আউট হন অ্যাস্টোন টার্নার। শেষ দিকে ৬ বলে ৬ রান করে আইয়ুস বাদোনি রান আউট হলেও নিকোলাস পুরানের ১৪ বলের অপরাজিত ১৪ রানে ভর করে চার উইকেটর জয় নিয়ে মাঠ ছাড়ে লখনৌ।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৭ রানেই ৪ উইকেট হারিয়ে বসে মুম্বাই। একে একে প্যাভিলিয়নে ফেরেন রোহিত (৪), সূর্যকুমার (১০) ও তিলক ভার্মা। আর রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক হার্দিক। এরপর উইকেটে থিতু হন ঈষান কিষাণ। নেহাল ভাধেরাকে সঙ্গে নিয়ে রান তোলার চেষ্টা করেন তিনি। তবে ইনিংস বড় করতে পারেনি দুজনের কেউই। ৩৬ বলে ৩২ রানে কিষাণ আউট হলে ফের ধাক্কা খায় মুম্বাই।
হাফ-সেঞ্চুরি দ্বারপান্তে গিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন নেহালও। ফেরার আগে ২ ছক্কা ও ৪ চারে তার ব্যাট থেকে আসে ৪৬ রান। এরপর উইকেট মিছিলে যোগ দেন মোহাম্মদ নবি (১) এবং জেরাত কোয়েটজে (১)। তবে ৩ চার ও ১ ছক্কায় টিম ডেভিডের ১৮ বলে ৩৫ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৪ রানের পুঁজি পায় মুম্বাই ইন্ডিয়ান্স।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে