সাত বছর পর ফিরছে ‘লাক্স সুপারস্টার’, খোঁজ হবে নতুন তারকার
বাংলাদেশের শোবিজ অঙ্গনে অনেক জনপ্রিয় মুখ উঠে এসেছে ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতা থেকে। জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরীসহ অনেকেই এই প্ল্যাটফর্ম থেকেই তাদের যাত্রা শুরু করেছেন। টানা সাত বছর পর আবারও নতুন তারকার সন্ধানে শুরু হচ্ছে এই জনপ্রিয় রিয়েলিটি শো।
প্রথমবার ২০০৫ সালে অনুষ্ঠিত হয় ‘লাক্স সুপারস্টার’। সেই আসরে বিজয়ী হন শানারেই দেবী শানু। এরপর একে একে উঠে আসেন মম, বাঁধন, বিন্দু, মিম, মেহজাবীন, মৌসুমী হামিদদের মতো অনেক তারকা। তারা এখন নিয়মিত কাজ করছেন নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে।
২০১০ সাল পর্যন্ত টানা আয়োজনের পর প্রতিযোগিতাটি অনিয়মিত হয়ে পড়ে। ২০১২ সালে একবার ফিরে এলেও আবারও দুই বছরের বিরতি নেয়। সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা, যেখানে বিজয়ী হয়েছিলেন মিম মানতাসা। এরপর দীর্ঘ সাত বছর ধরে বন্ধ ছিল আয়োজনটি।
অবশেষে আবারও শুরু হচ্ছে ‘লাক্স সুপারস্টার ২০২৫’। এবারের আসরের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে ৬ মে থেকে, যা চলবে ৫ জুন পর্যন্ত। ১৮ থেকে ২৭ বছর বয়সী নারীরা অংশ নিতে পারবেন এই প্রতিযোগিতায়। রেজিস্ট্রেশনের জন্য যেতে হবে লাক্স বাংলাদেশের ফেসবুক পেজে শেয়ার করা নির্ধারিত লিংকে।
বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রতিযোগিতার ফরম্যাটেও আনা হয়েছে পরিবর্তন। এবার শুধু অভিনয় ও স্টাইলিং নয়, গুরুত্ব দেয়া হবে কনটেন্ট তৈরিতেও।
এবারের আয়োজনে বিচারক ও মেন্টরের ভূমিকায় থাকছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, লাক্স সুপারস্টার ২০০৯-এর বিজয়ী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা রায়হান রাফী।
লাক্সের ফেসবুক পেজে প্রকাশিত একটি প্রমোশনাল ভিডিও শেয়ার করে মেহজাবীন চৌধুরী লেখেন, ২০০৯ সালে আমি যখন এই প্ল্যাটফর্মে অংশ নিই, অনেক নার্ভাস ছিলাম। কিন্তু এই প্ল্যাটফর্মই আমাকে সাহস ও আত্মবিশ্বাস দিয়েছে। এবার যারা অংশ নেবে, তাদের সঙ্গে আমি থাকব শুরু থেকে শেষ পর্যন্ত।
প্রতিযোগিতার প্রমোশনে অংশ নিয়েছেন বিদ্যা সিনহা মিম, ইশরাত জাহিন, মুমতাহিনা টয়া ও নীলাঞ্জনা নীলা। আয়োজকেরা জানিয়েছেন, শিগগিরই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরা হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে