ফের ৫.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার
মিয়ানমারে ফের ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা সম্পদের ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানায়, রোববারের (১৩ এপ্রিল) ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মান্দালয় অঞ্চলের উন্ডউইন শহর থেকে প্রায় ১৪ দশমিক ৫ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ৩৫ কিলোমিটার (২১ দশমিক ৭ মাইল) গভীরে। সকাল ৭টা ৫৪ মিনিট নাগাদ ৫ দশমিক ৬ মাত্রার ভূকম্পনটি অনুভূত হয়।
তবে দেশটির আবহাওয়া ও জলবিদ্যা বিভাগ জানিয়েছে, এর তীব্রতা ছিল ৫ দশমিক ৫ মাত্রার। ২৮ মার্চের ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর থেকে দক্ষিণ-পূর্ব এশীয় দরিদ্র দেশটিতে মাঝেমধ্যেই আফটার শক (পরাঘাত) হচ্ছে।
ওইদিন এক কোটি ৭০ লাখ মানুষের বাসস্থান মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ধ্বংসস্তূপে পরিণত হয় বহু ভবন, সড়ক ও সেতু।
ভূমিকম্পে ৩ হাজার ৬৪৯ জন নিহত এবং পাঁচ হাজার ১৮ জন আহত এবং ১৪৫ জন এখনো নিখোঁজ রয়েছেন।
এর প্রভাব পড়ে প্রতিবেশি দেশ থাইল্যান্ডেও। ব্যাংককের একটি নির্মীয়মাণ ৩০ তলা ভবন ভেঙে পড়লে বহু মানুষের মৃত্যু হয়।
আবহাওয়া ও জলবিদ্যা বিভাগের তথ্য অনুসারে, সেই ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতিতে এখনও বিপর্যস্ত দেশটিতে ২৮ মার্চের পর আরও ৮৯টি আফটারশক আঘাত হেনেছে। ভূমিকম্পের মাত্রা ছিল ২ দশমিক ৮ থেকে ৭ দশমিক ৫ পর্যন্ত।
সর্বশেষ শুক্রবারও (১১ এপ্রিল) মিয়ানমারে ভূকম্পন অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ওই কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ১ এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে