Views Bangladesh Logo

নতুন তথ্য উপদেষ্টা হলেন মাহফুজ আলম

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্তর্বর্তী সরকারের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন মাহফুজ আলম। মঙ্গলবার মো. নাহিদ ইসলাম এই পদ থেকে পদত্যাগ করায় তার স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।


মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। নতুন রাজনৈতিক দল গঠনের কারণে নাহিদ ইসলামের পদত্যাগ ছিল অপরিহার্য। এর পরেই প্রশ্ন ওঠে, পরবর্তী তথ্য উপদেষ্টা কে হবেন।

আলাপ-আলোচনায় প্রধান উপদেষ্টার বর্তমান প্রেস সচিব শফিকুল আলমের নাম প্রথমে আলোচনায় আসে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায়, প্রধান উপদেষ্টা তাকে এই পদে রাখতে চাননি। তাই তাকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়। এরপর মাহফুজ আলমের নাম চূড়ান্ত হয়।

মাহফুজ আলম ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন, তবে তখন তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। তার আগে ২৮ আগস্ট তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন এবং হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

একসময় প্রধান উপদেষ্টা তাকে ওই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচয় করিয়ে দেন। গণ-অভ্যুত্থান পরবর্তী সময় তিনি ছাত্র, নাগরিক এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে যোগাযোগ স্থাপনে লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হিসেবে কাজ করেছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ