জাতীয় ঈদগাহে ঈদুল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
যথাযথ ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় রাজধানীর হাইকোর্টের পাশে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এই ঈদ জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক ইমাম হিসেবে এবং বায়তুল মোকাররমের মুয়াজ্জিন ক্বারী মুহাম্মদ হাবিবুর রহমান মোকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন।
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত ঈদ জামাতে অংশ নেন হাজার হাজার মুসল্লি। যার মধ্যে ছিলেন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরা।
ঢাকা সিটি করপোরেশন জানায়, এ বছর জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির জন্য একসঙ্গে ঈদের জামাত আদায়ের ব্যবস্থা করা হয়েছিল। এ ছাড়াও ঈদগাহ মাঠে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা ছিল।
এদিকে জাতীয় ঈদগাহ ছাড়াও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মোট পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, বায়তুল মোকাররমে ঈদের জামাতের সময়সূচি ছিল সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০:৪৫টা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে