Views Bangladesh

Views Bangladesh Logo

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ আর নেই

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ১৪ জুন ২০২৪

বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক ও অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের ক্লাব কমিটির মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গিয়েছেন।

শুক্রবার ভোর সাড়ে ৫টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায়
মারা যান তিনি। বাদ জুমা মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং আর্মি কবরস্থানে যথাযথ সন্মানের সাথে তাকে সমাহিত করা হবে। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত দুই মাস ধরে সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুর রশীদ। এর আগে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। সেখান থেকে দেশে ফেরার পর তার স্বাস্থ্যের অবনতি ঘটলে সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

এতে আরও বলা হয়, সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় অতি মেধাবী অফিসার হিসেবে পরিচিত জেনারেল আব্দুর রশীদ বিভিন্ন টকশোতে একজন স্পষ্টভাষী ও নির্ভীক বক্তা হিসেবে অংশ নেন এবং তার লেখা কলাম বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়। 




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ