Views Bangladesh

Views Bangladesh Logo

বিতর্কের মুখে ফিলিস্তিনিদের প্রতি আবারও সমর্থন মালালার

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

গাজায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছেন নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। সেই সঙ্গে ফিলিস্তিনিদের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।

সম্প্রতি নারীদের ভোটাধিকার আন্দোলনের জন্য সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে যুক্তরাস্ট্রের ব্রডওয়েতে একটি গীতিনাট্যের সহপ্রযোজনা করেন মামলা। আর এই খবর প্রকাশ হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এমনকি ফিলিস্তিনের প্রতি সমর্থন নিয়ে নিজ দেশ পাকিস্তানেই তার বিরুদ্ধে বিতর্ক ছড়িয়ে পড়ে।

এমন বিতর্কের মুখে বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শেয়ার করা একটি পোস্টের মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেন মালালা ইউসুফজাই। সেই পোষ্টে তিনি লিখেন, ‘আমি আজ কিছু কথা বলতে চাই। কারণ আমি চাই গাজার জনগণের প্রতি আমার সমর্থন নিয়ে কোনো বিভ্রান্তি না থাকুক।’

মালালা বলেন, ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ফিলিস্তিনি জনগণের ওপর অব্যাহত নৃশংসতা আমরা সবাই দেখছি। এ সপ্তাহে গাজার নাসের ও আল-শিফা হাসপাতালে গণকবরের সন্ধানের খবর ফিলিস্তিনিদের সাথে হওয়া ভয়াবহতার কথা স্মরণ করিয়ে দেয়।

তিনি আরও বলেন, যুদ্ধবিরতি যে জরুরি এবং প্রয়োজনীয় তা বোঝার জন্য আমাদের আরও লাশ, বোমাবর্ষণ ও ক্ষুধার্ত শিশুদের দেখার দরকার নেই।

সেই সঙ্গে আন্তর্জাতিক আইন ও যুদ্ধাপরাধ লঙ্ঘনের জন্য তিনি ইসরায়েলি সরকারের নিন্দা চালিয়ে যাবেন বলে জানান এই নোবেল বিজয়ী।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর মধ্যে দিয়ে সেদিন থেকে শুরু হয় ইসরায়েল-হামাস যুদ্ধ। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, এখন পর্যন্ত অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ৩৪ হাজার ২৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ