বিভেদ সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মালালার
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে বিভেদ সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিছেনপাকিস্তানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই।
‘ঘৃণা ও সহিংসতা আমাদের অভিন্ন শত্রু, একে অপরের নয়। বিভেদ সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন’- বলেন তিনি।
বৃহস্পতিবার (৮ মে) ভোরে এক্স- এ পোস্টে মালালা বলেন, ‘আমি ভারত ও পাকিস্তানের নেতাদের উত্তেজনা কমাতে, বেসামরিক নাগরিকদের- বিশেষ করে শিশুদের সুরক্ষা দিতে এবং বিভেদ সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি’।
‘আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই সংলাপ এবং কূটনীতি প্রচারের পদক্ষেপ নিতে হবে। আমাদের সম্মিলিত নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য শান্তিই একমাত্র পথ’- যোগ করেন তিনি।
প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে মালালা বলেন, ‘উভয় দেশের সকল নিরীহ নিহতদের প্রিয়জনদের প্রতি আমি গভীর সমবেদনা জানাই’।
জম্মু ও কাশ্মীরের পহেলগামে ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলায় ২৬ জনকে হত্যার প্রতিশোধ নিতে মঙ্গলবার (৬ মে) রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাকিস্তানি সেনাবাহিনীর মতে, এই হামলায় দুই শিশুসহ ৩১ জন নিহত এবং ৫৭ জন আহত হন। জবাবে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে গোলাবর্ষণ করে পাকিস্তান। এতে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪৩ জন আহত হন বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি গোলাবর্ষণে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে