Views Bangladesh

Views Bangladesh Logo

বিমান বিধ্বস্ত হয়ে মালাউইর ভাইস প্রেসিডেন্টসহ নিহত ১০

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ১২ জুন ২০২৪

কটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমা। এ দুর্ঘটনায় তার সঙ্গে আরও ৯ জন নিহত হন। মঙ্গলবার (১১ জুন) দেশটির প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা এ তথ্য জানান।

এ ব্যাপারে মালাউইয়ের প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা জানিয়েছেন, মজুজু শহরের কাছে ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকায় ২৪ ঘণ্টারও বেশি সময় তল্লাশি চালানোর পর সোমবার সকালে নিখোঁজ হওয়া বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।

তিনি বলেন, মজুজু শহরের দক্ষিণে একটি বনে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। বিমানটি ‘পুরোপুরি ধ্বংস’ হয়ে গেছে এবং এতে সবাই নিহত হয়েছে।

জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে চাকভেরা বলেন, এটি একটি ‘ভয়াবহ ট্র্যাজেডি’। এই দুর্ঘটনাটি যে, কতটা হৃদয়বিদারক তা ভাষায় প্রকাশ করতে পারব না। আমি কেবল কল্পনা করতে পারি যে, আপনারা সবাই কতটা মর্মাহত এবং যন্ত্রণা অনুভব করছেন। নিহতদের মরদেহ দেশটির রাজধানী লিলংওয়েতে নিয়ে আসা হচ্ছে।

চিলিমাকে ‘একজন ভালো মানুষ, একজন নিবেদিত পিতা এবং স্বামী, একজন দেশপ্রেমিক নাগরিক এবং একজন শক্তিশালী ভাইস প্রেসিডেন্ট" বলে অভিহিত করেন লাজারাস চাকভেরা।

বার্তা সংস্থা এপিকে চাকভেরা বলেন, নিহত সাতজন আরোহীর মধ্যে চিলিমার নিরাপত্তা বাহিনীর সদস্যরা এবং দেশটির সাবেক ফার্স্ট লেডি শানিল জিমবিরি ছিলেন। এ ছাড়াও তিনজন ক্রু মেম্বার আছেন।

এর আগে সোমবার সন্ধ্যায় প্রেসিডেন্ট চাকভেরা সাংবাদিকদের বলেছিলেন, এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে ভাইস প্রেসিডেন্টকে বহনকারী বিমানটিকে অবতরণ করতে নিষেধ করা হয়েছিল এবং দুর্বল দৃশ্যমানতার কারণে বিমানটিকে রাজধানীতে ফিরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছিল। এর কিছুক্ষণ পরই বিমানটির সঙ্গে কর্তৃপক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপর থেকে নিখোঁজ বিমানটির সন্ধানে শত শত সেনা, পুলিশ কর্মকর্তা ও বনরক্ষী তল্লাশি চালাচ্ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ