ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত মালদ্বীপের
গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে দেশটিতে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করতে যাচ্ছে মালদ্বীপ।
স্থানীয় সময় গতকাল রোববার (২ জুন) রাতে মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয় থেকে বিষয়টি জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর কার্যালয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ইসরায়েলি পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন।”
তবে কবে নাগাদ এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে বা কবে শেষ হবে, সে বিষয়ে কোনো তথ্য দেননি ওই মুখপাত্র।
উল্লেখ্য, মালদ্বীপের বিরোধী ও সরকারি দলের মিত্ররা গাজা যুদ্ধের প্রতিবাদের নিদর্শন হিসেবে ইসরায়েলিদের নিষিদ্ধ করার জন্য মুইজ্জুকে চাপ দিয়ে আসছে।
এদিকে, মালের এই ঘোষণার পরপরই এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ইসরায়েলি নাগরিকরা যেন মালদ্বীপে ভ্রমণ না করেন। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, এমনকি যারা ইসরায়েলসহ অন্য আরেকটি দেশের দ্বৈত নাগরিকত্ব ধারণ করেন, তারাও যেন মালদ্বীপ ভ্রমণ না করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে