Views Bangladesh

Views Bangladesh Logo

হাতে স্যালাইন নিয়ে পরীক্ষা দিতে এসেও কেন্দ্রে ঢুকতে পারলেন না মালিহা

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ৩০ জুন ২০২৪

ভিকারুননিসা নুন স্কুল ও কলেজ থেকে ২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও কেন্দ্রেই ঢুকতে পারলেন না মালিহা আনজুম।

রবিবার সকালে সবুজবাগ সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে যাওয়ার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে সে। পরে অবস্থার আরও অবনতি হলে মালিহার অবিভাবকেরা তাকে পরীক্ষা কেন্দ্রের সামনে এনেও দ্রুত ইসলামী ব্যাংক হাসপাতালে ইমার্জেন্সিতে নিয়ে যান। এদিকে পরীক্ষা শুরু হয়ে যায়। তাই দ্রুত হাতে স্যালাইন লাগানো অবস্থায় পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় মালিহাকে।

কিন্তু অভিযোগ উঠেছে যে, কেন্দ্রের গেটে দায়িত্বরত পুলিশ সদস্যদের বাধার মুখে শত চেষ্টা করেও কলেজের ভেতরে ঢুকতে পারেননি মালিহা এবং তার অভিভাবকরা। এমনকি, তাদের দেখা করতে দেওয়া হয় নি অধ্যক্ষের সাথেও।

মালিহার পিতা সেলিম ফারুক জানান, সকাল পৌনে দশটার দিকে তারা মেয়েকে নিয়ে কেন্দ্রের সামনে উপস্থিত হন। মালিহা নিম্ন রক্তচাপের সমস্যায় ভুগছিলেন এবং বৃষ্টির কারণে রাস্তায় যানজট থাকার কারণে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে কিছুটা দেরি হয়।

তিনি বলেন, 'এসময় যানজটের কারণে অনেক পরীক্ষার্থীরই কেন্দ্রে আসতে দেরি হয়। আমরা দেখি পুলিশ ও নিরাপত্তা কর্মীরা তাদের সাথে অসহযোগিতামূলক আচরণ করছে। এঅবস্থায় মালিহা বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে মেয়ের হাতে সুই-স্যালাইনসহ আবার আমরা বেলা বারোটার কিছু পরে কেন্দ্রে যাই। কিন্তু, দায়িত্বরত পুলিশ এবং নিরাপত্তা কর্মীরা আমাদের কেন্দ্রে ঢুকতে বাধা দেয়। এমনকি অধ্যক্ষের সাথেও দেখা করতে দেয় না।'

এসময় হাতে সুই-স্যালাইন নিয়ে বৈরী আবহাওয়ার মধ্যেই মালিহাকে কেন্দ্রের সামনে দীর্ঘক্ষণ বসে থাকতে দেখা যায়।
সে জানায়, 'আমি তো সুযোগটা পেলাম না। অন্তত নামটা লিখে আসতাম। হাসপাতালও দ্রুত সেবা দিয়েছে যাতে আমি পরীক্ষাটা দিতে পারি। কিন্তু, পরীক্ষার শেষ ঘন্টা পর্যন্ত গেটে অপেক্ষা করেও কোন সুযোগ পেলাম না।'

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার জানান, প্রিন্সিপালের সাথে অভিভাবক যেন যোগাযোগ করে।

দেখা করার সুযোগই পায়নি অভিভাবক, এ তথ্য জানার পর তিনি বলেন, বিষয়টি তিনি দেখছেন।

সাধারণত শিক্ষা বোর্ডের পরীক্ষা পদ্ধতির সকল নিয়ম মেনে, বোর্ডের ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অসুস্থ পরীক্ষার্থীদের বিশেষভাবে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ