Views Bangladesh Logo

টানা ৪ বার প্রিমিয়ার লিগ জিতে নতুন ইতিহাস গড়ল ম্যানসিটি

 VB  Desk

ভিবি ডেস্ক

শেষ হাসি হাসলেন পেপ গার্দিওলা। অনেক লড়াই করেও পারল না আর্সেনাল। শেষ ম্যাচ জিতে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হলো ম্যানচেস্টার সিটি। টানা চারবার শিরোপা জিতল তারা। ইংল্যান্ডের শীর্ষস্তরে কোনো দলের টানা চার মৌসুমে ট্রফি জয় এই প্রথম।

নিজেদের শেষ ম্যাচের আগে পয়েন্ট তালিকায় ম্যানসিটির থেকে ২ পয়েন্ট পিছিয়ে ছিল আর্সেনাল। সিটির শেষ ম্যাচ ছিল ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে, আর আর্সেনালের শেষ ম্যাচ ছিল এভারটনের বিরুদ্ধে। একমাত্র সিটি পয়েন্ট নষ্ট করলে তবেই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল আর্সেনালের।

ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে চ্যাম্পিয়নদের মতোই খেলা শুরু করে ম্যানসিটি। ২ ও ১৮ মিনিটে গোল করেন ফিল ফোডেন। অন্যদিকে ৪০ মিনিটের মাথায় ইদ্রিসা গুয়ের গোলে আর্সেনালের বিরুদ্ধে এগিয়ে যায় এভারটন। চাপ বাড়ে আর্সেনালের উপর। যদিও ৪৩ মিনিটের মাথায় আর্সেনালের হয়ে সমতা ফেরান তাকেহিরো টমিয়াসু। এদিকে সিটির বিরুদ্ধে এক গোল শোধ করেন মোহাম্মদ কুদুস। যদিও তাতে ঘাবড়ায়নি ম্যানচেস্টার সিটি। বিরতির পরে ৫৯ মিনিটে দলের তৃতীয় গোল করেন রদ্রি। তার পরে আর ফিরতে পারেনি ওয়েস্ট হ্যাম।

অপরদিকে ৮৯ মিনিটে কাই হাভার্ৎজ়ের গোলে আর্সেনাল জেতে। দুই দলই জেতায় পয়েন্টের পার্থক্য একই থাকে। ৩৮ ম্যাচ শেষে ৯১ পয়েন্টে শেষ করে সিটি। আর্সেনাল শেষ করে ৮৯ পয়েন্টে। ফলে আরও একবার চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মাতেন গার্দিওলার শিষ্যরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ