বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর বিজয় সরণিতে এক মোটরসাইকেলের ধাক্কায় আরেক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম এমদাদুল হক কাজল (৩৩)। তিনি পিরোজপুরের নেসারাবাদের মহম্মদ সৈয়দের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এমদাদুলের মোটরসাইকেলটিকে অপর একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। এতে এমদাদুল হক কাজল গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে রাত ১০টা ২৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তবে সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক এমদাদুলকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে