Views Bangladesh Logo

আদালতের ভেতরে ট্রাম্প, বাইরে নিজের গায়ে আগুন দিলেন যুবক

 VB  Desk

ভিবি ডেস্ক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচারিক কার্যক্রম চলার সময় নিজের শরীরে আগুন দিয়েছেন এক যুবক। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের একটি আদালতের বাইরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, আদালতের কক্ষ থেকে চলে আসা রাস্তা ধরে পায়ে হেঁটে পার্কে আসেন ওই যুবক। এরপর ব্যাকপ্যাক থেকে একটি বোতল বের করে নিজের শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি। এ সময় আদালতের ভেতরে ছিলেন ট্রাম্প।

বিবিসি জানায়, সেই সময় আদালতের বাইরে ব্যাপক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। তারা দ্রুত অগ্নি নির্বাপক যন্ত্র আনতে পার্কে ছুটে যান। আগুন নেভানোর পর ওই যুবককে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে তিনি হাসপাতালের বার্ন সেন্টারে আছেন বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিকভাবে জানা গেছে, ওই যুবকের নাম ম্যাক্সওয়েল অ্যাজারেলো (৩৭)। পরিবার নিয়ে ফ্লোরিডায় থাকেন তিনি।

এ ব্যাপারে নিউইয়র্ক পুলিশের প্রধান জেফ্রি ম্যাডরে সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে একটি ব্যাগ এবং রাজনৈতিক প্রোপাগান্ডামূলক পুস্তিকা-প্ল্যাকার্ড নিয়ে আদালত সংলগ্ন পার্ক এলাকায় ঘোরাঘুরি করছিলেন ম্যাক্সওয়েল আজারেল্লো। তারপর দুপুর ১টার পর আদালত চত্বরের বাইরে ব্যাগ থেকে তরল দাহ্য পদার্থের বোতল বের করে নিজ গায়ে ছিটিয়ে আগুন ধরিয়ে দেন।

ম্যাডরে আরও জানান, ট্রাম্পের বিচার কার্যক্রম চলার কারণে আদালতে যথেষ্ট সংখ্যক পুলিশের উপস্থিতি ছিল। কর্তব্যরত পুলিশরা ঘটনার অল্প সময়ের মধ্যে অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেন। বর্তমানে ম্যানহাটানের একটি হাসপাতালের বার্ন ইউনিটি চিকিৎসাধীন আছেন আজারেল্লো। তার অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, নিজের গায়ে আগুন দেয়ার ঘটনার সময় ট্রাম্পের বিরুদ্ধে ‘হাশ-মানি’ মামলার বিচারকাজ চলছিল। তবে এ ঘটনার পরপরই আদালত ত্যাগ করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তার সঙ্গে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে প্রায় এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন ট্রাম্পের তৎকালীন আইনজীবী মাইকেল কোহেন।

ঘুষের এ মামলার বিচার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার মধ্যেই চলবে। এরই পরিপ্রেক্ষিতে তিনি দোষী নাকি নির্দোষ-সেটি আগামী কয়েক সপ্তাহে মূল্যায়ন করে দেখবে ১২ সদস্যের জুরি প্যানেল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ