Views Bangladesh

Views Bangladesh Logo

রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার, ১১ মে ২০২৪

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জের ধরে প্রতিপক্ষের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। শনিবার (১১ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত যুবকের নাম মোহাম্মদ আলম।তিনি হ্নীলার মোচনী রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা।

ওসি জানান, সকালে উপজেলার মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় এক সালিশি বৈঠকে যাচ্ছিলেন মোহাম্মদ আলম। পথে তিনি ক্যাম্পের সি-ব্লক, ডি-ব্লক ও ই-ব্লকের সংযোগ সড়কের মোড়ে পৌঁছলে পাঁচ থেকে ছয় জনের একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। পরে মোহাম্মদ আলমকে তুলে নিয়ে স্থানীয় এক স্কুলের পাশে নিয়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে দুর্বৃত্তরা গুলি করে।এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে তা পুলিশ নিশ্চিত নয়। তবে পুলিশের ধারণা, ক্যাম্পে আধিপত্য বিস্তারের জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ