Views Bangladesh Logo

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেন চালু

 VB  Desk

ভিবি ডেস্ক

ম খরচে আম পরিবহনের জন্য এবার চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চালু হয়েছে ম্যাংগো স্পেশাল ট্রেন।

একইসঙ্গে ঈদের কোরবানির পশু পরিবহনের জন্য ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে আলাদা ওয়াগন সংযুক্ত করে কার্যক্রম শুরু করা হয়।

গতকাল সোমবার (১০ জুন) সন্ধ্যা ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জের স্টেশনে সংসদ সদস্য আব্দুল ওদুদ এই ট্রেনের উদ্বোধন করেন।

প্রথম দিনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ১,৮০৫ কেজি আম নিয়ে যাত্রা শুরু করল ট্রেনটি। তবে আগামী ১২ জুন থেকে ১৪ জুন পর্যন্ত কোরবানির পশু পরিবহন করা হবে।

রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটি প্রতিদিন বিকাল ৪টায় জেলার রহনপুর স্টেশন থেকে আম নিয়ে চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে আসবে এবং বিকাল ৬টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। পথিমধ্যে ম্যাংগো স্পেশাল ট্রেন ১৪টি স্টেশনে থামবে। এবার ট্রেনটি পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছবে। ট্রেনটিতে ৪৩ মেট্রিক টন আম পরিবহন করা যাবে।

চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতি কেজি আম পরিবহনে খরচ হবে ১ টাকা ৪৭ পয়সা।

আম ছাড়াও ট্রেনটিতে কৃষিজাত পণ্য পরিবহন করা যাবে। এছাড়া প্রতিটি ওয়াগনে ২০টি করে গরু পরিবহন করা যাবে। একটি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৭৩০ টাকা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ