Views Bangladesh

Views Bangladesh Logo

‘বিরোধিতা করলেও বিএনপির অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছে’

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

ওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনের বিরোধিতা করল। আমাদের জানা মতে স্থানীয় পর্যায়ে তাদের অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত জানায় বিএনপি।

এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর সংখ্যা জানতে চান সাংবাদিকরা। জবাবে ওবায়দুল কাদের বলেন, আমাদের কতজন প্রার্থী, আমরা সেটা হিসেব করে দেখার তাগিদ অনুভব করিনি। আমরা সবাইকে সুযোগ দিয়েছি।

উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট নিয়ে সেতুমন্ত্রী বলেন, ৮ মে প্রথম দফার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক থাকবে না। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মন্ত্রী-এমপিদের প্রভাব বিস্তার না করতে। নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে হয়, কেউ কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। প্রশাসন কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। নির্বিঘ্নে ভোট দানের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনের বিরোধিতা করলেও আমাদের জানা মতে তাদের অনেকেই অংশ নেবে।

এ ছাড়াও উপজেলা নির্বাচনের একজন প্রার্থীকে অপহরণ করা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এত বড় একটা নির্বাচন, তাতে টুকটাক কিছু ঘটনা যে ঘটবে না, এমন তো ঘটেনি। তবে তা নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। কোথাও ব্যতয় ঘটলে প্রশাসনিকভাবে আমরা সামাল দেয়ার চেষ্টা করছি।

নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী জানা গেছে, প্রথম ধাপে দেশের ১৫২টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৮ মে অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ ২৩ মে, তৃতীয় ধাপের ভোটগ্রহণ ২৯ মে ও এবং চতুর্থ ধাপের ভোটগ্রহণ ৫ জুন অনুষ্ঠিত হবে। এসব উপজেলায় চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে হবে সাধারণ নির্বাচন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ