Views Bangladesh Logo

টিএনজেড গ্রুপের শ্রমিকদের কাকরাইল মোড় অবরোধ

 VB  Desk

ভিবি ডেস্ক

টিএনজেড গ্রুপের অধীনস্থ আটটি কারখানার প্রায় ৫০০ শ্রমিক বকেয়া বেতন ও অন্যান্য পাওনা দাবিতে কাকরাইল মসজিদ মোড় অবরোধ করেছেন।

মঙ্গলবার (২০ মে) সকালে শ্রমিকরা গাজীপুর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। বিকেলে তারা কাকরাইল মসজিদের সামনে অবস্থান নেন। ফলে ওই এলাকার সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমে জানান, বিকেল ৩টার দিকে মিছিলটি যমুনার দিকে যাওয়ার পথে তাদের বাধা দেয়া হয়।

বিক্ষোভকারীরা দাবি করেন, ১৮ মাস আগে বন্ধ হয়ে যাওয়া ডার্ড গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য যে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে, একই ধরনের ব্যবস্থা টিএনজেড গ্রুপের শ্রমিকদের বেলাতেও করতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ