Views Bangladesh

Views Bangladesh Logo

টাইম ম্যাগাজিনের প্রভাবশালীদের তালিকায় বাংলাদেশের মেরিনা তাবাসসুম

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

০২৪ সালের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মেরিনা তাবাসসুম। সেরা উদ্ভাবকের তালিকায় স্থান পেয়েছেন তিনি।

মঙ্গলবার (১৬ এপ্রিল) এই তালিকা প্রকাশ করে টাইম ম্যাগাজিন। তালিকায় মেরিনা তাবাসসুম ছাড়াও প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে রয়েছেন এনএফএল সুপারস্টার প্যাট্রিক মাহোমস, অ্যানিমেটর হায়াও মিয়াজাকি, ফরমুলা ওয়ান ড্রাইভার ম্যাক্স ভেরস্টাপেন, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই, ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাট ও ব্রিটিশ পপ তারকা ডুয়া লিপা।

তাবাসসুমকে নিয়ে টাইম ম্যাগাজিনে লিখেছেন অ্যামেরিকান স্থপতি স্যারাহ হোয়াইটিং। তিনি তাবাসসুমকে ‘নিঃস্বার্থ স্থপতি’ উল্লেখ করে লিখেছেন, ‘তাবাসসুমের স্বার্থহীনতার পরিচয় তার নকশা করা ভবনগুলোর মাঝেও দেখা যায়। পৃথিবীর সম্পদে ভাগ বসানো প্রাণীকূলের অংশ হিসেবে তিনি তার নিজের সৃষ্টির প্রতি যত্নশীল।

এর আগে বাইত উর রউফ ছাড়াও বাংলাদেশের স্বাধীনতা জাদুঘর ও স্বাধীনতা স্তম্ভের নকশা করেছেন এই খ্যাতনামা স্থপতি। আগা খান পুরস্কার ছাড়াও ২০২১ সালে সোন পুরস্কার পান তিনিতি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ