Views Bangladesh Logo

৪ সমুদ্র বন্দরে নামানো হলো মহাবিপদ সংকেত

 VB  Desk

ভিবি ডেস্ক

ঘূর্ণিঝড় ‘রিমল’ উপকূলীয় এলাকা অতিক্রম করায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৭ মে) আবহাওয়া অধিদপ্তরের ১৯তম বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড়টি কয়রা, খুলনা থেকে উত্তর দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আগে আবার দুর্বল হয়ে যশোর ও তৎসংলগ্ন এলাকায় আরও দুর্বল হয়ে পড়ে। এটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং ধীরে ধীরে বৃষ্টিপাতের মাধ্যমে একটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

এতে আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে মঙ্গলবার (২৮ মে) সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ