Views Bangladesh

Views Bangladesh Logo

চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে নম্বরপত্র গায়েব

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪

ট্টগ্রাম শিক্ষা বোর্ডের ট্রাংক থেকে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের দুটি নম্বরপত্র উধাও হয়ে গেছে বলে জানা গেছে৷

এ ঘটনায় নগরীর পাচলাইশ থানায় জিডি করেছেন বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ দিদারুল আলম৷

জানা যায়, গত ১৯ মে সকাল ১০টার দিকে কর্তৃপক্ষ ট্রাংকের তালা খোলা দেখতে পায়। পরবর্তীতে ঘটনাটি নিশ্চিত হওয়ার ১৬ দিন পর মঙ্গলবার (৫ জুন) রাতে জিডি করা হয়।

জিডির বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, “আমরা একটি সাধারণ ডায়েরি পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম জানান, শুধু নম্বর ফর্দ নয়, উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের কক্ষ থেকে ওই দুই শিক্ষার্থীর স্বাক্ষরপত্রও গায়েব হয়ে গিয়েছে।

তিনি বলেন, “বিষয়টি আমাকে অবহিত করার সঙ্গে সঙ্গে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ