ডলারের দাম বাজার ভিত্তিক করায় প্রবাসী আয় বৃদ্ধি পাবে
ডলারের দাম বাজার ভিত্তিক করায় প্রবাসী আয় বৃদ্ধির প্রত্যাশা করা হয়েছে। অর্থমন্ত্রী ২০২৪-২৫ অর্থবছরের ঘোষিত বাজেট বক্তৃতায় বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়লে মূল্যস্ফিতি কমে আসবে।
অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের জুলাই-মে সময়ে ২১.৩ বিলিয়ন মার্কিন ডলার প্রবাস আয় দেশে এসেছে, যা পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৯.৮২ শতাংশ বেশি। রপ্তানির প্রবৃদ্ধি অব্যাহত থাকায়, অপ্রয়োজনীয় আমদানির পরিমাণ কমে যাওয়ায় এবং প্রবাস আয়ের গতি বিগত অর্থবছরের তুলনায় বৃদ্ধি পাওয়ায় চলতি বছরের মার্চ মাসের শেষে চলতি হিসাবের ভারসাম্যে ৫.৮ বিলিয়ন মার্কিন ডলার উদ্বৃত্ত রয়েছে।
তিনি বলেন, ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে ক্রলিং পেগ এক্সচেঞ্জ রেট সিস্টেম পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। এর ফলে রপ্তানি-উৎসাহিত হবে এবং অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে প্রবাস আয়ের প্রবাহ বৃদ্ধি পাবে।
অর্থমন্ত্রী বলেন, আর্থিক হিসাবে এখনও ঘাটতি থাকলেও তা মধ্যমেয়াদে কমে আসবে এবং এর ফলে আগামীতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেতে শুরু করবে মর্মে আশা করছি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল হলে বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার বিনিময় হারেও স্থিতিশীলতা আসবে এবং তা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতি এবং রাজস্বনীতির আওতায় যুগপৎভাবে গৃহীত কার্যক্রমকে সাফল্যমন্ডিত করতে সহায়ক হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে