Views Bangladesh

Views Bangladesh Logo

মার্শ বাদ, সিডনি টেস্টে অভিষেক হচ্ছে ওয়েবস্টারের

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫

ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম ও শেষ টেস্টের একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে অলরাউন্ডার মিচেল মার্শকে। তার জায়গায় অজি নির্বাচকরা দলে যুক্ত করেছেন তাসমানিয়ার অলরাউন্ডার বেউ ওয়েবস্টারকে।

গোটা সিরিজেই নিষ্প্রভ ছিলেন মার্শ, চার ম্যাচে মাত্র ৭৩ রান করেছেন, যার গড় ১০.৪২। বল হাতেও তেমন অবদান রাখতে পারেননি, ফলে নির্বাচকরা তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (এসসিজি) এই টেস্টটি দুদলের জন্য গুরুত্বপূর্ণ। এই ম্যাচের ওপর নির্ভর করছে সিরিজের ভাগ্য। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে অজিরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট নির্ধারণেও এই টেস্ট ভূমিকা পালন করবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ