কোপা আমেরিকা
মার্তিনেসের কীর্তিতে ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
টাইব্রেকারে এমিলিয়ানো মার্তিনেসের কীর্তিতে কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে ৪-২ গোলের ব্যবধানে হারায় তারা।
হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচের ৩৫তম মিনিটে এগিয়ে যায় লিওনেল মেসির দল। ম্যাক এলিস্টারের এসিস্টে গোলটি করেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। অন্যদিকে দারুণ সব সুযোগ তৈরি করেও পিছিয়ে থাকতে হয় ইকুয়েডরকে।
বিরতির পর ৬১তম মিনিটে সমতায় ফেরার সুযোগটা হাতছাড়া হয় ইকুয়েডরের। ডি-বক্সের ভেতর রদ্রিগো দি পল হ্যান্ডবল করায় পেনাল্টি পায় তারা। কিন্তু এনার ভ্যালেন্সিয়ার গড়ানো শট গোল পোস্টে লেগে বাইরে চলে যায়। তবে ম্যাচের যোগ করা সময়ের ৯২তম মিনিটে দুর্দান্ত হেডে প্রতিপক্ষের জালে বল জড়ান কেভিন রদ্রিগেজ। এতে ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে।
টাইব্রেকারে প্রথম শট মিস করেন লিওনেল মেসি। কিন্তু তখনও আর্জেন্টিনার সমর্থকরা খুব একটা চিন্তায় পড়েছেন বলে মনে হয় না। কারণ ইকুয়েডরের প্রথম দুই শটই দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্তিনেস। এরপর নিজেদের বাকি চার শটেই গোল করে আর্জেন্টিনা। এতে ম্যাচজুড়ে দারুণ লড়াই করা ইকুয়েডরের হৃদয় ভেঙে দিয়ে সেমিতে উঠে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচ জয়ের পর গোলরক্ষক মার্তিনেস আর্জেন্টিনার এক টেলিভিশনকে বলেন, ‘শুটআউটের আগে আমি সতীর্থদের বলেছিলাম যে আমি বাড়ি ফিরে যেতে আসেনি। এই দলটি ফাইনালে যাওয়ার যোগ্য।’
তিনি আরও বলেন, "আমি মানুষের সাথে সংযুক্ত বোধ করছিলাম, আমার কাছে আমার পরিবার ছিল এবং এগুলো বিশেষ মুহূর্ত। এই দলটি ফাইনালে যাওয়ার যোগ্য। আজকের ম্যাচটি উত্তেজনাপূর্ণ ছিল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে