Views Bangladesh Logo

ইউরোপা কনফারেন্স লিগ

টাইব্রেকারে মার্টিনেজ বীরত্বে সেমিফাইনালে অ্যাস্টন ভিলা

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রথম লেগে এগিয়ে থাকা অ্যাস্টন ভিলা দ্বিতীয় লেগের ৬৭ মিনিটের মধ্যে পিছিয়ে পড়েছিল। তবে শেষদিকে গোল করে দলের আশা জিইয়ে রাখেন ম্যাটি ক্যাশ। আর টাইব্রেকারে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বীরত্বে লিলকে ৪-৩ ব্যবধানে হারিয়ে ইউরোপা কনফারেন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করল অ্যাস্টন ভিলা।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ইউরোপা কনফারেন্স লিগের দ্বিতীয় লেগে নির্ধারিত সময়ে খেলায় ২-১ গোলে পিছিয়ে থাকে অ্যাস্টন ভিলা। তবে দুই লেগ মিলিয়ে ব্যবধান ৩-৩ হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে গোলবারে বাজিমাত করেন মার্টিনেজ।

এদিন ম্যাচ শুরুর ১৫তম মিনিটেই ঘরের মাঠের সমর্থকদের আনন্দে ভাসান লিলের তুর্কি মিডফিল্ডার ইউসুফ ইয়াজিকি। বাঁ প্রান্ত থেকে গ্যাব্রিয়েল গুদমুন্দসনের পাস বক্সে পেয়ে জোরালো শটে জালে জড়ান এ তুর্কি। তাতে দুই লেগ মিলিয়ে সমতায় ফেরে লিল। বিরতির পর সমর্থকদের আনন্দ দ্বিগুণ করে দেন বেনজামিন আন্দ্রে। ৬৭ মিনিটে কর্নার থেকে সতীর্থের ক্রস হেডে দূরের পোস্ট দিয়ে জালে জড়ান এ ফরাসি মিডফিল্ডার। বল ঠেকানোর কোনো সুযোগই পাননি মার্টিনেজ। তাতে দুই লেগ মিলিয়ে এগিয়ে থেকে সেমির স্বপ্ন দেখে লিল।

তাদের সে স্বপ্ন ৮৬তম মিনিট পর্যন্ত জিইয়ে ছিল। কিন্তু ৮৭তম মিনিটে লিল সমর্থকদের হৃদয় ভেঙে অ্যাস্টন ভিলাকে লড়াইয়ে ফেরান ম্যাটি ক্যাশ। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও কোনো দল আর গোলের দেখা না পেলে দুই লেগ মিলিয়ে ৩-৩ সমতায় শেষ হয় ম্যাচ। ফলাফল নির্ধারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে নিজের ঝলক দেখান মার্টিনেজ। দুর্দান্ত দুটি পেনাল্টি সেভ করে দলকে নিয়ে যান সেমিফাইনালে।

এ আর্জেন্টাইন গোলরক্ষকের নৈপুণ্যে গত কাতার বিশ্বকাপে শিরোপা থেকে বঞ্চিত হয়েছিল ফ্রান্স। তাই তার প্রতি ক্ষোভ ছিল ফরাসি সমর্থকদের। লিলের সমর্থকরা শুরু থেকেই তাকে দুয়োধ্বনি দিচ্ছিল। সেটার জবাব তিনি দিয়েছেন লিলের হয়ে প্রথম পেনাল্টি নিতে আসা নাবিল বেনতালেবের শট ঠেকিয়ে। এসময় লিল সমর্থকদের উদ্দেশে করে তিনি চুপ থাকার ইশারা করেন। তার ব্যঙ্গমূলক আচরণে বিরক্ত হয়ে একটা সময় হলুদ কার্ড দেখান ম্যাচ রেফারি। যা ছিল ম্যাচটিতে তার দ্বিতীয় হলুদ কার্ড। নির্ধারিত সময়ের খেলায় কালক্ষেপণ করে প্রথম হলুদ কার্ডটি দেখেছিলেন তিনি।

কিন্তু এরপরও তাকে মাঠ ছেড়ে যেতে হয়নি। কারণ উয়েফার নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের খেলা আর টাইব্রেকারের কার্ড আলাদাভাবে গণ্য করা হয়। ফলে লিলের খেলোয়াড়রা আবেদন করেও লাভ হয়নি। বরং লিলের হয়ে চতুর্থ পেনাল্টি নিতে আসা বেনজামিন আন্দ্রের শট ঠেকিয়ে ফরাসি সমর্থকদের একবারে চুপ করিয়ে দেন তিনি। ঠিক যেন কাতার বিশ্বকাপ ফাইনালের পুনরাভিত্তি করলেন। আর তাতে ৪-৩ ব্যবধানে জিতে ইউরোপা কনফারেন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করল ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ