Views Bangladesh

Views Bangladesh Logo

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব মুশফিকুর রহমান

Senior  reporter

সিনিয়র রিপোর্টার

বুধবার, ১২ জুন ২০২৪

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. মুশফিকুর রহমান। মঙ্গলবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

এরআগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ( পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন।

তারও আগে তিনি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করছেন।

মো. মুশফিকুর রহমান বর্তমান সচিব আবু হেনা মোরশেদ জামানের স্থলাভিষিক্ত হলেন। আবু হেনা মোরশেদ জামানকে বদলি করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে।

১৯৯৪ সালের ২৫ এপ্রিল বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন ক্যাডারের) ১৩ ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে চাকরি শুরু করেন মুশফিকুর রহমান।

দীর্ঘ ২৭ বছরের চাকুরি জীবনে তিনি মাঠ প্রশাসনের পাশাপাশি মন্ত্রণালয় পর্যায়েও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।অতিরিক্ত সচিব হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগে দায়িত্ব পালন ছাড়াও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, বিভিন্ন ধরনের উদ্ভাবনী ও পরিষেবামুখী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শিক্ষা ও উন্নয়নমূলক কার্যক্রম, দুর্যোগ মোকাবেলা এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষাসহ সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয়সহ সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সফলভাবে দায়িত্ব পালন করেন।

ড. মো. মুশফিকুর রহমান বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তী সময়ে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ে মাস্টার্স এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ