Views Bangladesh Logo

কুসিক মেয়র তাহসীন বাহারকে গণসংবর্ধনা

কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তাহসীন বাহার সুচনাকে জনসাধারণ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (১০ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা  মহানগর আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এ গণসংবর্ধনা দেয়া হয়। এসময় অনুষ্ঠানস্থল জনসমুদ্রের পরিণত হয়। কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের কাউন্সিলর, হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ তাহসীন বাহারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সেচ্ছাসেবী, পেশাজীবি সংগঠনের নেতারা ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তাহসীন বাহারের পিতা কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার, মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন,সাবেক জেলা প্রশাসক মুক্তিযোদ্ধা ওমর ফারুকসহ মহানগর আওয়ামীলীগের নেতারা উপস্থিত ছিলেন। 

এসময় তাহসীন বাহার সিটি করপোরেশনের নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি নির্বাচনে দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতা চান।

তিনি বলেন,নগরীর জলাবদ্ধতা, যানজটসহ সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে কাজ করবেন।

উল্লেখ্য, ৯ মার্চ অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে জয়ী হন তাহসীন বাহার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ