বিশ্বজুড়ে আকস্মিক লগ আউটের শিকার ফেসবুক ব্যবহারকারীরা
অ্যাকাউন্ট থেকে হঠাৎ লগ আউট হওয়ার কথা জানিয়েছেন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার ব্যবহারকারীরা। আজ মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯টা ২০মিনিটে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এক বাংলাদেশি সংবাদমাধ্যমকে জানান,‘যখন আমি ফেসবুকে কাজ করছিলাম তখন আমার ফোন, পিসি থেকে লগ আউট করে দেয়। আমি আবার লগইন করার চেষ্টা করেছি কিন্তু ফেসবুক অনুমতি দেয়নি।’
ডাউনডিটেক্টর সাইটের মতে, এ সমস্যাটি বিশ্বজুড়ে হয়েছে।
একজন ডাউনডিটেক্টর সাইট ব্যবহাকারী তার পোস্টে লিখেন, ‘মোবাইল এবং ওয়েবসাইট উভয় প্ল্যাটফর্মে ফেসবুক থেকে অটো লগ আউট হয়ে যায় এবং আমি আমার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারছি না। আমি ভেবেছিলাম আমি হ্যাকের কবলে পড়েছি।’
আকস্মিক লগ আউটের ঘটনায় অন্য ব্যবহারকারী বলছে, ‘ফেসবুক কি সত্যিই ডাউন?’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে