চার দফা দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ ম্যাটস শিক্ষার্থীদের
চার দফা দাবিতে ঢাকার শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।
বুধবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর কারওয়ানবাজারে প্রথমে বিক্ষোভ শুরু করেন ম্যাটসের শিক্ষার্থীরা। এরপর দুপুর ১টার দিকে শাহবাগে অবস্থান নেন তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।
মোহাম্মদ খালিদ মনসুর বলেন, “দাবি-দাওয়া নিয়ে ম্যাটস শিক্ষার্থীরা শাহবাগে সড়ক অবরোধ করেছেন। এখনো রাস্তা বন্ধ। সেখানে যানবাহন চলাচল বন্ধ আছে।”
শিক্ষার্থীদের চার দফা দাবিগুলো হচ্ছে-অনতিবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি বা বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃজন, কোর্স কারিকুলাম সংশোধন ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট করা, প্রস্তাবিত ‘অ্যালাইড-হেলথ প্রফেশনাল বোর্ড’ বাতিল করে স্বতন্ত্র ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ বোর্ড গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদান।
এ বিষয়ে ম্যাটসের শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ তিন মাস একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করলেও তাদের দাবি পূরণ করা হয়নি। এজন্য তারা চার দফা দাবিতে সড়কে নেমে আন্দোলন শুরু করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে