Views Bangladesh Logo

ঈদযাত্রা আনন্দময় হোক

মার্চের মাঝামাঝি থেকে কয়েক দিন বৃষ্টি হলেও এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই পড়তে শুরু করেছে প্রচণ্ড গরম। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা আরও বাড়বে। বাতাসে জলীয় বাষ্প কমে যাওয়ার সঙ্গে সঙ্গে লু-হাওয়াও বইবে। এর মধ্যে ঈদ ঘনিয়ে আসছে। এক সপ্তাহ আগে থেকেই ঢাকার অনেকে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন। অন্যান্য শহর থেকেও মানুষ বাড়ি ফিরছে। এই সময়ে অসংখ্য মানুষকে সারা দিন পথেই কাটাতে হয়। ঈদের কেনাকাটাসহ অন্যান্য কারণেও বাড়ি থেকে বেরোতে হয়। তীব্র তাপদাহ এ সময় শুধু অস্বস্তি নয়, অসুস্থতারও কারণ হতে পারে।

তাই ঈদযাত্রায় অবশ্যই বাড়তি সাবধানতা অবলম্বন করুন। বিশেষ করে পরিবারের শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নিন। অনেকে হয়তো রোজা রেখেই দূর-দূরান্তর যাত্রা করেন। সে ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে সঙ্গে করে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি রাখুন। সেহরি ও ইফতার খাওয়াতেও একটু বাড়তি সাবধানতা অবলম্বন করুন। ভাজাপোড়া কম খেয়ে ঠান্ডা, নরম ও তরলজাতীয় খাবার বেশি করে খান।

ব্যস্ততার কারণে অনেকেই সাবধানতা অবলম্বন করতে পারেন না। অসুস্থ হয়ে গেলে পুরো ঈদই নিরানন্দময় হয়ে যাবে। তাই ঈদের আনন্দ উদযাপন হোক একটু সাবধানতার সঙ্গেই।

ঈদযাত্রায় আরেকটি বড় ভোগান্তির নাম মহাসড়কে হঠাৎ তীব্র যানজট। চেষ্টা করবেন যানজট এড়িয়ে চলার। দূরে কোথাও যেতে হলে সকালেই যাত্রা করা ভালো। আরেকটা বিষয় হচ্ছে, কয়েক বছর ধরেই ঈদের সময় অনেক সড়ক দুর্ঘটনার খবর আসে। এরকম কিছু যেন না হয় তা-ই সবার কাম্য। সে ক্ষেত্রে নিজে তাড়াহুড়ো করবেন না, গাড়ির চালকদেরও তাড়া দিবেন না। প্রয়োজনে দায়িত্ব নিয়ে চালকদের গাড়ি সাবধানে চালাতে বলবেন।

আবহাওয়ারও তেমন ঠিক নেই। তীব্র তাপদাহ যেমন বাড়তে পারে, তেমনি হঠাৎ ঝড়-বৃষ্টিও পারে। সে ক্ষেত্রে সাবধানে থাকতে হবে। এ সময়ের বৃষ্টিতে ভিজলে হঠাৎই ঠান্ডা-জ্বর পেয়ে বসে। তাই শিশুদের সুরক্ষায় রাখুন।

শহর থেকে গ্রামে বেড়াতে গিয়ে অনেক শিশু উদ্দাম আনন্দে মেতে ওঠে। গ্রামের পুকুর সম্পর্কে তাদের ধারণা নেই। তাই পুকুর থেকে শিশুদের দূরে রাখবেন। পরিবারের বড়রা তাদের দিকে সব সময়ই খেয়াল রাখবেন।

এগুলো পরামর্শ বা উপদেশ নয়। শুধুই মনে করিয়ে দেয়া। সবাই এসব জানলেও নানা ব্যস্ততায় অনেকেরই এসব মনে থাকে না। ঈদযাত্রা, ঈদের কেনাকাটা, সমস্ত আয়োজনসহ ঈদ আনন্দময় হোক। ভিউজ বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ