Views Bangladesh

Views Bangladesh Logo

‘গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমই্এ) মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে দেশটি।

শুক্রবার (২০ ডিসেম্বর) সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশে নির্বাচনের ইস্যুতে তিনি বলেন, ‘একটি গণতন্ত্র দেশ হিসেবে এটি বাংলাদেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এবং বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক’৷

একে অন্যের উদ্বেগ এবং স্বার্থের প্রতি ‘পারস্পরিক আস্থা, শ্রদ্ধা এবং পারস্পরিক সংবেদনশীলতার’ ভিত্তিতে বাংলাদেশের সাথে ‘ইতিবাচক এবং গঠনমূলক’ সম্পর্ক গড়ে তুলতে তাদের ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন মুখপাত্র।

দুই দেশের মধ্যে সাম্প্রতিক পররাষ্ট্র দপ্তরের পরামর্শের কথা উল্লেখ করেন জয়সওয়াল, যেখানে তাদের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে এবং তারা বাংলাদেশের সাথে তাদের সম্পর্কের বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি খুব স্পষ্টভাবে সংজ্ঞায়িত করেছে।

‘আমরা আরও জোর দিয়েছি যে, বাংলাদেশের জনগণই ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রধান স্টেকহোল্ডার এবং উল্লেখ করেছি যে, সংযোগ, বাণিজ্য, বিদ্যুৎ, শক্তি এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সহ বাংলাদেশের সাথে ভারতের উন্নয়ন সহযোগিতা এবং বহুমুখী সম্পৃক্ততা রয়েছে। সব কার্যক্রম বাংলাদেশের জনগণের স্বার্থে পরিচালিত হয়’- বলেন তিনি।

একজন সাংবাদিক উপদেষ্টা মাহফুজ আলমের সাম্প্রতিক ফেসবুক পোস্টে ভারতের অবস্থান জানতে চেয়েছিলেন।

জবাবে এমইএ মুখপাত্র বলেন, এটি বাংলাদেশ সরকারের কাছে উত্থাপন করেছে ভারত।

‘আমরা আসলে এ বিষয়ে দৃঢ়ভাবে আমাদের প্রতিবাদ জানিয়েছি। আমরা বুঝতে পেরেছি, তিনি যে পোস্টটি করেছিলেন, সেটি সরিয়ে নেয়া হয়েছে। আমরা সংশ্লিষ্ট সকলকে তাদের জনসাধারণের মন্তব্যের বিষয়ে মনে রাখার জন্য মনে করিয়ে দিতে চাই’- বলেন জয়সওয়াল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ