স্বাস্থ্যমন্ত্রীকে প্রধান করে বোর্ড গঠন, চিকিৎসা ব্যয় বহন করবে সরকার
বেইলি রোডের অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে পাঁচজন এখনো শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। পোড়া রোগীদের চিকিৎসায় স্বাস্থ্যমন্ত্রীকে প্রধান করে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। একইসঙ্গে আহতদের চিকিৎসার ব্যয় সরকরের তরফ থেকে বহন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১১ জনের মধ্যে কয়েকজনের শঙ্কামুক্ত হওয়ায় তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
শনিবার বেলা ১১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত রোগীদের দেখার পর সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, বার্ন ইনস্টিটিউটে সকাল পর্যন্ত ১১ জন আহত রোগী ছিলেন। তাদের মধ্যে পাঁচজন হাসপাতালেই থাকবেন, কারণ তারা এখনো কেউ শঙ্কামুক্ত নন। আর বাকি ছয়জনকে আমরা ছেড়ে দেব। তারা মোটামুটি ভালো আছে।
সামন্ত লাল বলেন, তাদের শ্বাসনালী পুড়ে গেছে, একটু কমপ্লিকেশন আছে। যার জন্য আমরা তাদের রেখে দিয়েছি। তাদেরকে আরও কয়েকদিন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব কী করা যায়।
আহতদের চিকিৎসায় ১৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কাল রাতে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে নিয়ে বলেছেন- এ সমস্ত রোগীদের সমস্ত খরচ সরকার বহন করবে। আমাদের এখানে একটি ফান্ড আছে, তিনি আজকে বেশ কিছু টাকাও পাঠিয়ে দিয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে