Views Bangladesh Logo

বিমসটেক সম্মেলনে অন্যান্য দেশের নেতার সঙ্গে বৈঠকের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে: বিক্রম মিশ্রি

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, বিমসটেক সম্মেলনের উপলক্ষে ব্যাংককে অবস্থানকালে অন্যান্য সদস্য দেশের নেতাদের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থাইল্যান্ড (৩ ও ৪ এপ্রিল) এবং শ্রীলঙ্কা (৪ থেকে ৬ এপ্রিল) সফর উপলক্ষে শুক্রবার (২৮ মার্চ) বিকেলে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে তাকে প্রশ্ন করা হয়, ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বৈঠক হবে কি না। জবাবে বিক্রম মিশ্রি ওই উত্তর দেন এবং জানান, বিষয়টি এখনও বিবেচনায় রয়েছে।

এর আগে শুক্রবার সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছিল, বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রীর শুধু থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

ব্রিফিংয়ে, মিয়ানমার ও থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এ অবস্থায় সম্মেলন হবে কি না জানতে চাইলে পররাষ্ট্র সচিব জানান, এই দুই দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

বাংলাদেশই বিমসটেকের পরবর্তী সভাপতি। এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ সাত জাতির এই সংস্থার সভাপতির দায়িত্ব গ্রহণ করবে। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষাপটে ভারত কীভাবে এই সংস্থার ভবিষ্যৎ দেখছে— এমন প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) জয়দ্বীপ মজুমদার বলেন, ‘বিমসটেকের কর্মসূচি এগিয়ে নিতে ভারতের কোনো সমস্যা নেই। কারণ, সংস্থার সাতটি সদস্য দেশই এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি বলেন, ‘বিমসটেকের সাফল্য নিয়ে ভারত বেশ আশাবাদী এবং প্রতিটি সদস্য দেশই এর সফলতার জন্য আগ্রহী।’

বাংলাদেশের প্রধান উপদেষ্টা বর্তমানে চীন সফর করছেন। বাংলাদেশ তিস্তা প্রকল্পে চীনের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিক্রম মিশ্রি জানান, এ বিষয়ে তার বিশেষ কোনো মন্তব্য নেই। তবে তিনি বলেন, ‘আমি নিশ্চিত নই এটি নতুন প্রকল্প কি না।’



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ