Views Bangladesh Logo

কাশ্মীর হামলার পর বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার মেঘালয় সরকারের

ম্মু ও কাশ্মীরের পেহেলগাওতে সন্ত্রাসী হামলার পর মেঘালয় রাজ্য সরকার বাংলাদেশের সঙ্গে ৪৪৩ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে. সাংমা বর্তমানে নয়াদিল্লিতে রয়েছেন এবং সেখান থেকে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছেন। তিনি ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) এবং স্থানীয় প্রশাসনের মধ্যে আরও সমন্বয় বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।

মেঘালয় পুলিশের মহাপরিচালক আই. নোংরাংকে বিএসএফ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছে।

বিএসএফ জানিয়েছে, চলতি বছর ৭৮ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার জন্য আটক করা হয়েছে। তাদের অবৈধ অনুপ্রবেশের সুযোগ করে দেয়া ছয়জন দালালকেও আটক করা হয়েছে।

এছাড়া, বিএসএফের এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় জওয়ানরা অসংখ্য অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে এবং ১১৫ জনকে আটক করেছে, যাদের মধ্যে ৭৮ জন বাংলাদেশি নাগরিক ও ৩৭ জন ভারতীয় নাগরিক রয়েছে। এছাড়া মেঘালয় সীমান্তে প্রায় ১১ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ৭৫০টি অবৈধ পণ্য এবং গবাদি পশু জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পেহেলগাওতে সন্ত্রাসী হামলায় ২৬ জন সাধারণ মানুষ নিহত হওয়ার পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের খোঁজে গোটা কাশ্মীরে তল্লাশি চলছে, তবে এখন পর্যন্ত পহেলগাঁও হামলায় জড়িত কারও মৃত্যু বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ