মেঘনায় নৌকাডুবি: আরও ২ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৬
কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আটজনের মধ্যে আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে তিনজনের মরদেহ উদ্ধার হলো। শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
শনিবার (২৩ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তারা হলেন- নিখোঁজ কনস্টেবলের স্ত্রী মৌসুমি ও তাদের মেয়ে মাহমুদা (৭)।
ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিখোঁজদের খুঁজতে ডুবুরিদল তাদের সাধ্যমত কাজ করছে। ফায়ার সর্ভিস ও বিাইডব্লিউটি এর ৭ জন ডুবুরি তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে নৌকাটির খোঁজ মিলেছে। উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলছে।
এছাড়াও নৌ থানা পুলিশ, বিআইডব্লিউটি, রেড ক্রিসেন্ট ও ফায়ার সার্ভিসের চারটি টিম কাজ করছে বলেও ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
প্রসঙ্গত, শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মেঘনা নদীর রেলসেতু এলাকা থেকে নৌকা নিয়ে ভ্রমণে বের হন ২১ জন যাত্রী। কিছুদূর যেতেই এক যাত্রীর অনুরোধে মাঝি বইঠা ছেড়ে দিয়ে ছবি তুলতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এ সময় কয়েকজন সাঁতরে তীরে ওঠে। পরে খবর পেয়ে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস মেঘনা নদী থেকে এক নারীর মরদেহসহ আটজনকে উদ্ধার করে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে