Views Bangladesh

Views Bangladesh Logo

মেহজাবীনের দুঃখ প্রকাশ

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

নিজের অভিনীত প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’র প্রচারণায় বুধবার বিকেলে পুরো টিম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-তে উপস্থিত হয়েছিলেন মেহজাবীন চৌধুরী। সেখানে টিএসসির দেয়ালে সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর সিনেমার পোস্টার লাগাতে দেখা গেছে। অনাকাঙ্ক্ষিত বিষয়টি বুঝতে পেরে অনুতপ্ত মেহজাবীন ও তার টিম।

তনুর গ্রাফিতির ওপর পোস্টার লাগানোয় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

সমালোচনার জবাবে মেহজাবীন ক্ষমা চেয়ে টিএসসিতে ফিরে গিয়ে পোস্টারটি সরিয়ে নেন। পরে এক ফেসবুক পোস্টে তিনি ঘটনাটিকে তাড়াহুড়ো করা পরিকল্পনার ফল বলে উল্লেখ করেন এবং এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন।

তিনি লিখেন, ‘আমাদের চলচ্চিত্র, আমরা এবং আমাদের সংগ্রামের মূল লক্ষ্যই ন্যায়বিচারের জন্য লড়াই। এটি আমাদের হৃদয় থেকে আসে। আমরা আশা করি, আমাদের অনিচ্ছাকৃত অব্যাবস্থপনাটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আপনাদের সকল সহযোগিতার জন্য।’

অনেক ভক্ত তার দুঃখ প্রকাশ গ্রহণ করেছেন, তবে ঘটনাটি ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন স্থানগুলোতে প্রচারাভিযানের সময় আরও সংবেদনশীল হওয়ার প্রয়োজনীয়তাকে সামনে এনেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ