Views Bangladesh

Views Bangladesh Logo

চট্টগ্রামে শোরুম উদ্বোধনে মেহজাবিনকে বাধা

District  Correspondent

জেলা প্রতিনিধি

রবিবার, ৩ নভেম্বর ২০২৪

বাধার মুখে চট্টগ্রাম নগরীতে শোরুম উদ্বোধন করতে পারলেন না জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।

শনিবার (২ নভেম্বর) নগরীর আরএস রোডে খুকি লাইফস্টাইলের শোরুমটির উদ্বোধনী অনুষ্ঠানে যাবার কথা ছিল মেহজজাবিনের। তিনিও ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছেন বেশ আগেই।

তবে তার অংশগ্রহণের প্রতিবাদ জানান একদল মানুষ। পরে পরিস্থিতির অবনতির আশঙ্কায় সেখানে যাননি মেহজাবিন।

গত ২৯ অক্টোবর খুকি লাইফস্টাইলের শোরুমটি উদ্বোধন বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিও বার্তাটি পোস্ট করেন মেহজাবিন চৌধুরী। তার এ ঘোষণার পর নগরজুড়ে শুরু হয় নানা আলোচনা।

বেশ কয়েকজন সাধারণ ব্যবসায়ী এবং তৌহিদি জনতার ব্যানারে একদল লোক তাকে প্রতিরোধ করা হবে বলে সতর্ক করতে থাকেন।

পরে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীরা তাদের ফেসবুক টাইমলাইনে ব্যানার শেয়ার করে বলেন, 'তারা অভিনেত্রী মেহেজাবিনকে দিয়ে শোরুম উদ্বোধনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। শোরুম কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত থেকে সরে না গেলে ব্যবসায়ী ও তৌহিদী জনতা কঠোর প্রতিরোধ গড়ে তুলবে'।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ কর্মকর্তা তারেক আজিজ জানান, আগেরদিন খুকি লাইফস্টাইল শোরুমের উদ্বোধন করেন এক ধর্মীয় নেতা। পরদিন অভিনেত্রীকে দিয়ে শোরুমটি ফের চালুর খবরে ক্ষুব্ধ হন ব্যবসায়ী ও তৌহিদি জনতা। এ কারণে তারা মেহজাবিনকে উদ্বোধনী অনুষ্ঠানে না আসতে সতর্ক করতে থাকেন। পরে বিষয়টি জানার পর অভিনেত্রীকে আসতে নিষেধ করা হলে তিনি আর আসেননি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ