মার্কেন্টাইল ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ
মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সম্প্রতি তাদের প্রাঙ্গণে এক দিনব্যাপী ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক কর্মশালার আয়োজন করে। ব্যাংকের বিভিন্ন শাখা ও বিভাগের কর্মকর্তারা এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান উক্ত কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি অংশগ্রহণকারী কর্মকর্তাদের ব্যাংকিং কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেন।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএএমএলসিও শামীম আহমেদ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও আইসিসিডি প্রধান অসীম কুমার সাহা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ব্যাংকের ডি-সিএএমএলসিও ও এএমএল অ্যান্ড সিএফটি বিভাগের প্রধান লোপিতা মান্নান এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের ফ্যাকাল্টিরা প্রশিক্ষণ মডিউল পরিচালনা করেন।
প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ জাভেদ তারিক উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং বিভিন্ন সেশনে প্রশিক্ষণ প্রদান করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে