Views Bangladesh Logo

এমবিএল রেইনবো অ্যাপে যুক্ত হলো আরও নতুন পরিষেবা

Press Release

প্রেস রিলিজ

গ্রাহকদের আরো উন্নত ও ক্যাশলেস ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে মার্কেন্টাইল ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্লাটফর্ম ‘এমবিএল রেইনবো’ অ্যাপে আরো নতুন পরিষেবা যুক্ত হয়েছে। ‘এমবিএল রেইনবো’ অ্যাপ গ্রাহকরা RTGS, NPSB দিয়ে তাৎক্ষণিকভাবে এবং BEFTN এর মাধ্যমে অন্য ব্যাংকে তহবিল স্থানান্তর করতে পারবেন।

পাশাপাশি জনপ্রিয় মোবাইল ফাইন্যাসিয়াল সার্ভিস বিকাশ ও নগদেও তহবিল স্থানান্তর করতে পারবেন। উন্নত প্রযুক্তিসম্পন্ন গ্রাহকবান্ধব সেবাগুলো উদ্বোধন উপলক্ষে মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান গ্রাহকদের জন্য নতুন সেবার সমন্বয়ে এমবিএল রেইনবো অ্যাপের সেবাসমূহ উদ্বোধন করেন। ব্যাংকের এমডি বলেন, গ্রাহকরা ঘরে বসেই ‘এমবিএল রেইনবো’ অ্যাপ থেকে জাতীয় পরিচয়পত্র দিয়ে তাৎক্ষণিকভাবে মার্কেন্টাইল ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এছাড়া একাউন্টের ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট, কার্ডের বিল প্রদান, মোবাইল রিচার্জ, ছজ কোড ব্যবহার করে শাখা থেকে নগদ উত্তোলন, বাংলা QR কোড এর মাধ্যমে ই কমার্স ও কেনাকাটার অর্থ প্রদান, এ-চালানের মাধ্যমে বিভিন্ন সরকারি মাশুল যেমন ট্যাক্স, পাসপোর্ট ফি, ইউটিলিটি বিল, বীমার প্রিমিয়াম, শিক্ষা প্রতিষ্ঠানের ফি, ভিসা ও এমএফএস থেকে এড মানি সহ অন্যান্য আরো সেবা এখন থেকে এমবিএল রেইবো অ্যাপে করা যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ, অসিম কুমার সাহা ও ড. মোঃ জাহিদ হোসেন, চীফ ফাইন্যান্সিয়াল অফিসার ড. তাপস চন্দ্র পাল, এসইভিপিবৃন্দ শাহ্ মোঃ সোহেল খুরশীদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান ও মেইন শাখার প্রধান মোঃ আব্দুল হালিম, ইভিপি ও হেড অব আইটি মুহাম্মাদ মাহমুদ হাসান, এসভিপি মোঃ কামরুল হোসাইন এবং হেড অব কার্ডস ও এসভিপি মোস্তাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ