মেসির রেকর্ডের দিনে পেরুকে হারাল আর্জেন্টিনা
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জয়রথ চলছেই। ২০২৬ বিশ্বকাপ কোয়ালিফায়ারে টানা চতুর্থ জয় পেল মেসি বাহিনী। বাংলাদেশ সময় বুধবার সকালে নাসিওনাল ডি লিমা স্টেডিয়ামে লিওনেল মেসির জোড়া গোলে স্বাগতিক পেরুকে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।
প্রতিপক্ষের মাঠে ৩২তম মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। নিকোলাস গঞ্জালেসের অ্যাসিস্টে গোলটি করেন মেসি। এর ১০ মিনিট পর স্কোরলাইন ২-০ করে বাছাইয়ে ৩১তম গোলের দেখা পান আর্জেন্টিনা অধিনায়ক। মেসির এই গোলে অ্যাসিস্ট করেন এনজো ফার্নান্দেজ। হ্যাটট্রিকের সুযোগ ছিল মেসির সামনে। তবে দ্বিতীয়ার্ধে মেসির একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। এই ম্যাচে মেসির গড়েছেন একটি রেকর্ডও। উরুগুয়ের লুইস সুয়ারেসকে টপকে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা বনে গেলেন তিনি। বিশ্বকাপ বাছাইয়ে মেসির মোট গোল এখন ৩১টি।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত মেসি, “এই দলটি অবিশ্বাস্য, যখনই তারা খেলে অনেকটা ইতিহাসের সেরা দলের মতোই খেলে।”
তিনি আরও বলেন, “আমি মনে করি, আমরা পরিণত হয়েছি। বিশ্বকাপ জেতার পর আমরা আত্মবিশ্বাসী, আরও ঐক্যবদ্ধ এবং দৃঢ়। আশা করি, আমরা আরো বেশি পরিণত হবো।”
কনমেবল অঞ্চলের বাছাই পর্বের পয়েন্ট তালিকায় এখন শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। আগামী ১৬ নভেম্বর তারা উরুগুয়ের মুখোমুখি হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে