Views Bangladesh

Views Bangladesh Logo

মেসির গোলে হার এড়াল মিয়ামি

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

ম্যাচে বেশিরভাগ সময়ই ইন্টার মিয়ামি ও এলএ গ্যালাক্সির লড়াই করেছে গোলের জন্য। প্রথমার্ধে দুদলের কেউই জালের দেখা পায়নি, ৭৫ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। জেগেছিল হারের শঙ্কাও। শেষবেলায় এক লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় গ্যালাক্সি। তার মিনিট চারেক পর মেসির গোলে হার এড়ায় মিয়ামি।

ডিগনিটি হেলথ স্পোর্টস পার্কে সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মেজর লিগ সকারে (এমএলএস) মিয়ামি ও গ্যালাক্সির ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ৬৪ শতাংশ বল দখলে রেখে লক্ষ্য বরাবর ৫ শট নেয় মিয়ামি। গ্যালাক্সি বল দখলে রেখেছিল ৩৬ শতাংশ, আর লক্ষ্য বরাবর তাদের শট ৯টি।

ম্যাচে দ্রুতই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছিল গ্যালাক্সি। ১০ মিনিটে দলটির ফরোয়ার্ড জোসেফ পেইন্টসিলের থেকে বল পেয়ে হেডে জালের দেখা পাননি আরেক ফরোয়ার্ড দেজান জোভেলচিচ। আরও বেশ কয়েকবার সুযোগ হাতছাড়া করে গ্যালাক্সি।

বিরতির পর গ্যালাক্সির ভাগ্য খোলে। ৭৫ মিনিটে দূরের পোস্টে থাকা সতীর্থের বাড়ানো পাস থেকে গোল করে দলকে এগিয়ে নেন জোভেলচিচ। ৮৮ মিনিটে ডেলগাদো দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় গ্যালাক্সি।

ম্যাচের পুরো ৯০ মিনিট অবশ্য মিয়ামির জন্য ছিল হতাশার। দ্বিতীয় ম্যাচে মৌসুমের প্রথম হারের শঙ্কায় পড়েছিল তারা। মেসির গোলখরাও বেড়ে দাঁড়াচ্ছিল দুই ম্যাচে। দীর্ঘদিনের বন্ধু ও সাবেক বার্সা সতীর্থ জর্ডি আলবার সঙ্গে পাস অদলবদল করে বক্সে ঢুকে বাঁ-পায়ের শটে জাল কাঁপান ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড।

দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে আছে টাটা মার্টিনোর মিয়ামি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ