Views Bangladesh Logo

মাঠে ফিরেই গোল পেলেন মেসি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ব শঙ্কা কাটিয়ে মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে মাঠে ফিরলেন লিওনেল মেসি। মাঠে ফিরেই গোল পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। এতে পয়েন্ট পেয়েছে তার দল মায়ামিও। টরন্টো এফসির বিপক্ষে ম্যাচে পিছিয়ে পড়েছিল তারা। তবে কয়েক মিনিটের ব্যবধানে দলকে ১-১ সমতায় ফেরান মেসি। শেষ পর্যন্ত তার গোলেই ম্যাচটিতে ড্র করে মায়ামি। মেসির গোলেই এক পয়েন্ট পেয়েছে দলটি।

সোমবার (৭ এপ্রিল) ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে মায়ামি ও টরন্টো ম্যাচের দুটি গোলই হয়েছে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। দ্বিতীয়ার্ধে অবশ্য মায়ামি ও টরন্টো কোনো দলই গোল করতে পারেনি। মায়ামি মাঠ ছাড়ে মৌসুমে দ্বিতীয় ড্র নিয়ে। এবারের লিগে চার ম্যাচে তৃতীয় গোল পেলেন মেসি।

২০২৩ সালে মায়ামিতে যোগ দেয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪টি গোল করলেন এই আর্জেন্টাইন মহাতারকা। এজন্য ম্যাচ খেলেন ২৯টি। এছাড়া ২০টি অ্যাসিস্টের রেকর্ড রয়েছে তার। পেশাদার ক্যারিয়ারের মেসির গোলসংখ্যা এখন ৮৫৬টি।

এ নিয়ে ৬ ম্যাচ খেলে ৪টি জয় ও ২টি ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে মায়ামি এখন ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে রয়েছে। এক ম্যাচ বেশি খেলা কলম্বাস ক্রু ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে। এ পর্যন্ত জয়হীন টরন্টো ৭ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে। মায়ামির পরবর্তী ম্যাচ কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনাল। গত সপ্তাহে প্রথম লেগে লস অ্যাঞ্জেলেসের কাছে ১-০ গোলে হেরেছিল মায়ামি। এবার জয়ের দিকেই নজর থাকবে তাদের।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ