ইনজুরি থেকে ফিরেই মেসির জোড়া গোল, ৩-১ গোলে জয় মায়ামির
চোট কাটিয়ে দুই মাস পর মাঠে ফিরলেন আর্জেন্টাইন স্টার লিওনেল মেসি। জোড়া গোলের সাথে এক অ্যাসিস্টে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে মায়ামিকে এনে দিলেন বড় জয়।
কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের পুরো সময় খেলতে পারেননি মেসি। অ্যাঙ্কলের চোটে পরে এই তারকার মাঠে নামার অপেক্ষা ক্রমাগত দীর্ঘ হচ্ছিল। অবশেষে মাঠে তো ফিরেই, দলকে উপহার দিয়েছেন দুর্দান্ত এক জয়।
ঘরের মাঠ ফ্লোরিডার চেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে ৩-১ গোলে জিতেছে মায়ামি। ম্যাচের অতিরিক্ত সময়ে মেসির অ্যাসিস্টে লুইস সুয়ারেজ গোল করে ব্যবধান বাড়ান ।
প্রথমার্ধে কিছু বুঝে ওঠার আগেই গোল হজম করে বসে মায়ামি। দ্বিতীয় মিনিটেই রক্ষনের ভুলে নিচু শটে সফরকারী ফিলাডেলফিয়াকে এগিয়ে নেন মিকেল আরি। ম্যাচের ২৬তম মিনিটে জ্বলে উঠেন মেসি। লুইস সুয়ারেজের পাসে ডান পায়ের শটে সমতায় ফেরান দলকে। চার মিনিট পর আবারও জর্দি আলবার পাসে দলকে এগিয়ে নেন এ আর্জেন্টাইন স্টার।
দ্বিতীয়ার্ধেও গোলের জন্য লড়াই করেছে দুই দল। অবশেষে ম্যাচের অতিরিক্ত সময়ের আট মিনিটের মাথায় মেসির পাসে বাম পায়ের শটে জাল ভেদ করেন সুয়ারেজ। ফলে ৩-১ গোলে জয় নিশ্চিত করে মায়ামি।
ইস্টার্ন কনফারেন্স থেকে সবার আগে প্লে অফ নিশ্চিত করা মায়ামির ২৮ ম্যাচে এটি ১৯তম জয়। সাথে ৫ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার শীর্ষে। সমন ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিনসিনাটি।
বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার ভোরে লিগে নিজেদের পরের ম্যাচে মায়ামির প্রতিপক্ষ আটালান্টা ইউনাইটেড।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে