Views Bangladesh Logo

মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির দারুণ জয়

 VB  Desk

ভিবি ডেস্ক

লিওনেল মেসির জোড়া গোল ও তার অ্যাসিস্টে নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে ৪-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে মায়ামি। মেসি ছাড়াও একটি করে গোল দিয়েছেন লুইস সুয়ারেজ ও বেঞ্জামিন ক্রেমাস্কি।

রোববার (২৮ এপ্রিল) সকালে মেজর লিগ সকারের (এমএলএস) এই ম্যাচে মুখোমুখি হয় নিউ ইংল্যান্ড রেভল্যুশন ও ইন্টার মায়ামি। ম্যাচের প্রথম মিনিটেই টমাস চ্যানচালায়্যের দুর্দান্ত এক গোলে পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। তবে সমতায় ফিরতে ৩২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় মায়ামিকে। রবার্ট টেইলরের বাড়ানো বল থেকে ডি-বক্সে ঢুকে গোল করেন মেসি। এতে বিরতিতে যাওয়ার আগে ১-১ গোলে সমতায় ফেরে মেসির দল।

বিরতির পর ৬৮তম মিনিটে দলকে আরও এগিয়ে দেন মেসি। এরপরে ৮৩তম মিনিটে ব্যবধান ৩-১ করেন ক্রেমাস্কি। মেসির জোরালো শট নিউ ইংল্যান্ডের অধিনায়ক ঠেকাতে ব্যর্থ হলে বল পেয়ে যান ক্রেমাস্কি। আর এ সুযোগটি কাজে লাগান তিনি। এর ছয় মিনিট পর প্রতিপক্ষের জালে শেষবারের মতো বল জড়ান সুয়ারেজ। এবারও মেসির পাস থেকে গোল করেন তিনি।

আর এ জয়ে শীর্ষে থাকা মায়ামির পয়েন্ট হলো ১১ ম্যাচে ২১। অন্যদিকে সমান ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি। তবে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে মেসির দল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ